করোনা ভাইরাস মহামারিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৩ বাংলাদেশী প্রবাসীর ভিসা বাতিল করেছেন দেশটির আদালত। সেইসাথে এই ৩ জনের বিরুদ্ধে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আটককৃত এই ৩ প্রবাসী দেশটির সুপ্রিম কমিটির আইন অমান্য করার কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি রায় প্রদান করেন দেশটির আদালত।
আটককৃত ৩ প্রবাসীর নাম, মোঃ আলামিন, মোঃ ওমর ফারুক ও পলাশ মিয়াঁ। এই ৩ জনকে আজীবনের জন্য ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ১৭ ডিসেম্বর ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ৬ ব্যক্তির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। এদের মধ্যে ২ জন ওমানী নাগরিক, একজন পাকিস্তানী নাগরিক এবং বাকি ৩ জনই বাংলাদেশী নাগরিক।
অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই করে গোস্ত বানাচ্ছেন প্রবাসীরা। ছবিঃ সংগৃহীতআরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
আটককৃত ২ ওমানি নাগরিকের মধ্যে একজনের বিরুদ্ধে ১ মাসের জেল এবং ৪০০ ওমানি রিয়াল জরিমানা এবং আরেক ওমানি নাগরিকের বিরুদ্ধে ১০০০ ওমানি রিয়াল জরিমানার রায় প্রদান করেন আদালত। পাকিস্তানী নাগরিকের বিরুদ্ধে এক মাসের জেল এবং ৩ বছরের জন্য ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
দেশটির মাস্কাট, আল দাখেলিয়াহ এবং দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশ থেকে এই ছয় ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। প্রদেশগুলোর আদালত করোনা মোকাবিলা সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধি না মানার দায়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি রায় দেন।
অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই করে গোস্ত বানাচ্ছেন প্রবাসীরা। ছবিঃ সংগৃহীতওমানে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করলে দেশিয় নাগরিকদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। তবে বিদেশি নাগরিকরা যদি অমান্য করে, তাহলে তাদের ওমান ত্যাগ ও তিন মাসের কারাদণ্ড এবং মোটা অংকের জরিমানা করা হয়। করোনা নিয়ন্ত্রণে দেশটির এমন পদক্ষেপের কারণে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে মহামারী করোনা এমনটাই দাবী দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই করে গোস্ত বানাচ্ছেন প্রবাসীরা। ছবিঃ সংগৃহীতএদিকে ওমানের সোহার অঞ্চলে আইন ওমান্যকরে গরু জবাইয়ের অভিযোগে একাধিক প্রবাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। সোহার পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রবাসীরা অস্বাস্থ্যকর পরিবেশে আইন অমান্যকরে গরু জবাই করেছিলো।
https://www.youtube.com/watch?v=uUUlqcJznV4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post