একটি ফোন কল। সোনার কয়েন আছে জানিয়ে পার্টনারে কাজ করার প্রস্তাব। এটি ছিল প্রতারণার একটি টোপ। আর সেই টোপ গিলে তিন লাখ টাকা খুইয়েছেন চট্টগ্রামের এক প্রবাসী।
প্রতারণার টোপ গেলার বিষয়টি একপর্যায়ে বুঝতে পারেন ওই প্রবাসী। কিন্তু তখন পেরিয়েছে অনেক সময়। কিছুই করার ছিল না আর। ফলে উপায় না দেখে শেষমেশ থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
ভুক্তভোগী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি সৌদি আরব প্রবাসী। সোমবার লোহাগাড়া থানায় অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, অচেনা ব্যক্তিরা তার মোবাইলে কল দিয়ে তাদের কাছে ৬০০ পিস সোনার কয়েন আছে বলে জানান। তাকে তাদের পার্টনার হিসেবে কাজ করতে বলেন।
পরবর্তীতে তাদের কাছ থেকে ৬০০ পিস কয়েন কিনে নেন ভুক্তভোগী, যার মূল্য তিন লাখ টাকা। পরে বাড়ি যাওয়ার পর ভালোভাবে যাচাই করে ভুক্তভোগী বুঝতে পারেন- কয়েনগুলো নকল। এরপর সেই নম্বরে পুনরায় ফোন দিলে সেটি বন্ধ পান ভুক্তভোগী।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে ভুক্তভোগীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় তা সম্ভব হয়নি।
এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।
লোহাগাড়া থানার এসআই নাছিমা আক্তার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post