টিকিট ছাড়া ট্রেনে উঠে যাত্রীদের জরিমানা দেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। তাই বলে ছাগলকে জরিমানা! সম্প্রতি অদ্ভুত এই কাণ্ড হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, টিকিট কেটে দুই যুবক শিয়ালদহ-ক্যানিং লোকাল ট্রেনে উঠতে গেলে বিপত্তি বাধে। সঙ্গে থাকা ছাগলের জন্যও টিকিট লাগবে বলে জানান টিকিট পরীক্ষক।
অবশেষে জরিমানা গুণতে হয় তাঁদের। ছাগলের জন্য ১৮০ টাকা জরিমানা দেন যাত্রী ওই দুই যুবক।
ছাগলের টিকিট লাগবে জেনে প্রথমে হতভম্ব অবস্থা হয় যুবকদের। ১৮০ টাকা জরিমানা দেওয়ার পরই ছাগল নিয়ে ট্রেনে উঠতে পারেন তাঁরা। কোরবানির ঈদ সামনে রেখে এক আত্মীয়ের কাছ থেকে ছাগলটি কিনেছিলেন ওই দুই যুবক।
স্টেশনে টিকিট কাউন্টারের অতিরিক্ত বুকিং সিস্টেম না থাকায় রেলের টিকিট পরীক্ষকরা মর্জিমাফিক এমন জরিমানা করেন বলে অভিযোগ রয়েছে। ওই দুই যুবক আক্ষেপের সুরে জানান, ১৫০ টাকায় কেনা ছাগলের জন্য জরিমানা দিতে হলো ১৮০ টাকা!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post