শর্তসাপেক্ষে ভিসা ছাড়াই ২৫ দেশের নাগরিকরা এখন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন দেশটির সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা। তবে শর্তটি হলো এই ২৫ টি দেশের নাগরিকদের ওমানে প্রবেশ করতে হলে তাদের অবশ্যই যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সেনজেনভূক্ত দেশ বা জাপানে প্রবেশের ভিসা থাকতে হবে।
২৫ টি দেশের মধ্যে রয়েছে, ভারত, আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, কোস্টারিকা, নিকারাগুয়া, মরক্কো, আর্মেনিয়া, পানামা, বসনিয়া ও হার্জেগোভিনা, তুর্কমেনিস্তান, হন্ডুরাস, গুয়াতেমালা, কাজাকিস্তান, লাওস, আলবেনিয়া, ভুটান, পেরু, মালদ্বীপ , সালভাদোর, ভিয়েতনাম, কিউবা এবং মেক্সিকো।
আরো পড়ুনঃ করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
টাইমস অফ ওমানকে দেওয়া এক সাক্ষাতকারে সিভিল এভিয়েশনের এই কর্মকর্তা জানান, “উল্লেখিত ২৫ টি দেশের কোনো নাগরিকই শর্ত না পূরণ করে ওমানে প্রবেশ করতে পারবেন না। তাদের উল্লেখিত দেশের বাসিন্দা হতে হবে বা যে কোনও একটি দেশে বৈধ প্রবেশ ভিসা থাকতে হবে।”
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএ) সাথে সমন্বয়ে করে রয়্যাল ওমান পুলিশ ১০৩ টি দেশকে ভিসামুক্ত ওমানে প্রবেশে সকল সুযোগ প্রদান করবে। দেশের পর্যটকদের সংখ্যা আরো বাড়াতে এই ভিসা সুবিধা দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
নতুন এই সুবিধায় যাত্রীদের রিটার্ন টিকিট নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এই শর্তগুলো হলো যাত্রীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকতে হবে এবং ওমানে থাকার সময় তাদের প্রতিদিনের ব্যয় মেটাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ সাথে থাকতে হবে। জিসিসি তালিকাভুক্ত দেশে বসবাসকারী প্রবাসীরা এবং কর্মসংস্থান ভিসা বা পর্যটন ভিসাযুক্ত ব্যক্তিরাও এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সরকারি এই কর্মকর্তা।
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
https://www.youtube.com/watch?v=vqxv0dsm1fM&t=325s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post