খুলনার পাইকগাছায় মেয়ের জামাই কালো বলে মেয়েকে ছাড়িয়ে নিয়ে ‘ফর্সা’ ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছয় মাসের গর্ভের সন্তান মেরে ফেলার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
নিজের মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভিকটিম ওই নারী। তবে ঘটনার পর থেকে পালিয়েছেন অভিযুক্ত সালমা বেগম।
জানা গেছে, প্রায় তিন বছর আগে পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের তাজমুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় সাদিয়ার। তিনি আশাশিনি উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুর রহিম মোড়লের মেয়ে।
জামাই কালো বলে মা সালমা বেগম তাজমুলকে পছন্দ করতেন না। এরমধ্যে ছয় মাস আগে সাদিয়া অন্তঃসত্ত্বা হন। কিন্তু তাজমুলকে তালাক দিয়ে ফর্সা ছেলে দেখে বিয়ে দেবে এমন চিন্তাভাবনা করেন সালমা বেগম।
এজন্য বৃহস্পতিবার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করতে তাকে ওষুধ খাইয়ে দেন সালমা বেগম। শুক্রবার রাতে প্রচণ্ড ব্যথা শুরু হলে সাদিয়াকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মিডওয়াইফ শামীমা ও রোখসানা খাতুন মৃত সন্তান প্রসাব করান। ভিকটিম সাদিয়া জানান, তার মা এমন ঘটনা ঘটিয়েছেন।
পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয় হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post