করোনা নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ওমান, আজ আক্রান্ত কমেছে ৪৯ জন
নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ওমানের মহামারী করোনা পরিস্থিতি। দেশটিতে দিনদিন বাড়ছে সুস্থের সংখ্যা এবং কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন মৃতের সংখ্যা ৩জন।
মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২১৫ জন এবং নতুন সুস্থের সংখ্যা ২১৮ জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭১৯ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৪৭৫ জন। দেশটিতে গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ৪৯ জন।
অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫০৫ জন। যা মোট আক্রান্তের ৯৩.৫ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৭ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১৫ জন।
যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৫৪ জন। চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার। আর তাই আজথেকেই দেশটিতে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন নিয়ে জাতীয় জরিপ।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
এদিকে বাংলাদেশে আজও বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১২৯ জন।
এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৭৭ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন। স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন।
এদিকে বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৩১ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা বেড়ে সাড়ে আট হাজারে দাঁড়িয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post