উন্নত যাত্রী সেবায় বিশ্বব্যাপী স্বীকৃত সংস্থা এপেক্স থেকে ৫ স্টার রেটিং পেলো ওমানের জাতীয় বাহন ওমান এয়ার। বিশ্বব্যাপী স্বীকৃত সংস্থা এপেক্সের এই সম্মানজনক পুরষ্কার বিশ্বের এয়ারলাইন্সের ১০ শতাংশেরও কম দেওয়া হয় বলে জানিয়েছেন ওমান এয়ারের প্রধান নির্বাহী আব্দুল আজিজ আল রায়েসি।
তিনি বলেন, এই স্বীকৃতি প্রমাণ করে যে ওমান এয়ারের সেবা বিশ্বমানের এবং আমারা যাত্রীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেই। আমাদের কেবিন ক্রু থেকে শুরু করে পাইলটসহ সকল কর্মকর্তা তাদের সর্বোচ্চ সেবা প্রদান দেওয়ার প্রত্যয় রয়েছে। তিনি আরো বলেন, “ওমান এয়ার এমন রেটিং পাওয়ায় আমরা গর্বিত। এই সাফল্য আমাদের কর্মীদের সাফল্য।”
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
চলতি বছর বিশ্বের প্রায় ৬০০ টি এয়ারলাইন্স প্রতিষ্ঠানকে নিয়ে ও তাদের সেবার মানের রেটিং করেছে এপেক্স। বিমান সংস্থাগুলোর আকারের ভিত্তিতেও এই রেটিং করা হয়েছে। এপেক্সের সিইও ড. জো লিডার বলেন, রেটিংয়ের শীর্ষে পৌঁছানো একটি মাইলফলক।
ওমান এয়ারের সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তারা যাত্রীদের সেবায় সর্বদা নিয়োজিত। হাজার হাজার ফ্লাইটে তারা তাদের যাত্রীদের সেবা দিয়ে আসছে। আমি পুরো ওমান এয়ার দলকে আন্তরিক অভিনন্দন জানাই”।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post