পাবনার ঈশ্বরদীতে কানাডিয়ান হাইকমিশনার পরিচয়ে ভূমি অফিসে দলিলের নাম পরিবর্তন করতে এসে আটক হয়েছেন এম আফজাল হোসেন (৭০) নামের এক ব্যক্তি। তিনি নিজেকে কানাডিয়ান হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব দাবি করেন।
বৃহস্পতিবার (২ মে) ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক এম আফজাল হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কান্দিপাড়ার মৃত চাঁদ আলী মন্ডলের ছেলে। তিনি কানাডাপ্রবাসী।
ভূমি অফিস ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালো রঙের একটি প্রাইভেট কার নিয়ে এম আফজাল হোসেন জমির দলিলের নাম পরিবর্তনের জন্য আসেন। তিনি গাড়িতে থেকেই কাজটি দ্রুত করে দেওয়ার জন্য নির্দেশ দেন।
একই সঙ্গে নিজেকে ১৯তম বিসিএস ক্যাডার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কানাডিয়ান হাইকমিশনার কমিশনার পরিচয় দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মিটিংয়ে ছিলেন। বিষয়টি ইউএনও জানতে পেরে তাঁকে কার্যালয়ে নিয়ে আসতে বলেন।
পরে তাঁর পরিচয়পত্র দেখে ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন এম আফজাল হোসেন একজন ভুয়া হাইকমিশনার ও সাবেক সচিব।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস জানান, আটক এম আফজাল হোসেন ভুয়া পরিচয়ে জমির দলিলের নাম পরিবর্তন (মিউটিশন) করতে আসেন।
বিষয়টি পাবনা জেলা প্রশাসক অবগত করা হয়। তারপর কানাডিয়ান হাইকমিশনার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখান থেকে জানানো হয় এম আফজাল হোসেন নামে সেখানে কেউ নেই। এর পরই তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
কানাডিয়ান হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব পরিচয় প্রদান করে আটক হওয়া এম আফজাল হোসেন নিজের ভুল স্বীকার করে জানান, তিনি কানাডাপ্রবাসী।
১০-১২ দিন আগে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। সম্প্রতি তাঁর স্ত্রী মারা গেছেন। এ জন্য তাঁর মাথায় সমস্যা দেখা দিয়েছে। মিথ্যা পরিচয় দেওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের এক স্টাফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক এম আফজাল হোসেনকে পাবনা আদালতে পাঠানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post