ফের তুমুল বৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও। বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তাঘাট। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট।
দুবাই এয়ারপোর্ট এবং এমিরেটসের বরাতে সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, এবারের বৃষ্টি বন্যায় ডজনেরও বেশি ফ্লাইট বিপর্যয় ঘটেছে।
গত সপ্তাহে ওমানের পাশাপাশি হঠাৎ তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মরুভূমি ও শুস্ক আবহাওয়ায় অভ্যস্ত আমিরাত। বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও বিমানবন্দর।
টানা তিনদিনের বৃষ্টি ও বজ্রঝড়ে বড় রকমের ভোগান্তিতে পড়েন দেশটির নাগরিকরা।
তবে সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই আবার ভারি বৃষ্টি শুরু হয়েছে আমিরাতে। দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। এবং এই পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন।
আবহাওয়া দপ্তর জানিয়েছে এবারের বৃষ্টি গতবারের মতো এত ভয়াবহ হবে না। তারপরও নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post