আগামীকাল (মঙ্গলবার) থেকেই মহামারী করোনা ভ্যাকসিনের জাতীয় জরিপ শুরু করবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির সাধারণ নাগরিকদের করোনা ভ্যাকসিন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং তার অবস্থা জানার জন্য কাল থেকেই ভ্যাকসিন সম্পর্কিত জাতীয় সমীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি (ওএনএ)।
আজ এক বিবৃতিতে ওএনএ জানিয়েছে, “আগামীকাল থেকে করোনা ভ্যাকসিন সম্পর্কিত নাগরিকদের মনোভাব ও তার অবস্থা সম্পর্কে একটি জাতীয় সমীক্ষা চালানো হবে। এই সমীক্ষা পরিচালনা করবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়াও এই সমীক্ষায় সহযোগিতা করবে দেশের জাতীয় পরিসংখ্যান কেন্দ্র, বেশ কয়েকটি স্টোকহোল্ডার ও রোগ নজরদারি ও নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সমীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৩ হাজার ওমানি ও প্রবাসী। তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই দেশে করোনা ভ্যাকসিনের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে।
করোনা নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ওমান, আজ নতুন মৃতের সংখ্যা ১
নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ওমানের মহামারী করোনা পরিস্থিতি। দেশটিতে দিনদিন বাড়ছে সুস্থের সংখ্যা এবং কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন মৃতের সংখ্যা ১জন। সোমবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ২৬৪ জন এবং নতুন সুস্থের সংখ্যা ২৩৯ জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫০৪ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৪৭২ জন।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৮৭ জন। যা মোট আক্রান্তের ৯৩.৫ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৪ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১২২ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৫৭ জন। চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার।
আরো পড়ুনঃ প্রবাসীদের ওমান ছাড়ার হিড়িক
এদিকে বাংলাদেশে আজ বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৯ জন। এছাড়া আজ নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post