গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বেসরকারি নাগরিকদের পর্যাপ্ত সুরক্ষা ছাড়া ইসরায়েল বাহিনীর অভিযানকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের পর ইসরায়েল তাদের অবস্থানের কথা পুর্নব্যক্ত করে।
তবে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সতর্কতা সত্ত্বেও রাফায় অভিযান চালানো হবে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন।
ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, বেসরকারি নাগরিকদের সুরক্ষা ছাড়া আমরা কোনোভাবেই রাফায় ইসরায়েল বাহিনীর অভিযান চালানোকে সমর্থন জানাতে পারি না।
তিনি বলেন, হামাসের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অন্য পরিকল্পনা রয়েছে। এজন্য রাফাতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।
এদিকে, ইসরায়েল সরকারের মুখপাত্র জানিয়েছে, হামাসের যুদ্ধের কাঠামোকে ধ্বংস করতে ইসরায়েল বদ্ধপরিকর। কারণ রাফাতে হামাসের চার থেকে পাঁচ ব্যাটালিয়ন সেনা রয়েছে। আমরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কনের সঙ্গে আমাদের পরিকল্পনা ভাগাভাগি করেছি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post