টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে ওমান। গুরুদায়িত্বটি পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার আকিব ইলিয়াস। নেতৃত্ব হারানো জিশান মাকসুদ অবশ্য দলে ধরে রেখেছেন জায়গা।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। জায়গা পাননি দলটির তারকা ব্যাটসম্যানদের একজন জাতিন্দার সিং ও লেগ স্পিনার সামায় শ্রিভাস্তাভ। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জায় ওডেড্রার সঙ্গে এই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
ওমানের জার্সিতে ৫২ টি-টোয়েন্টি খেলা জাতিন্দারের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ আগে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি।
ফর্মহীনতায় গত এপ্রিলে এসিসি মেন’স প্রিমিয়ার কাপের দলে জায়গা পাননি তিনি। টুর্নামেন্টটির ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে যায় ওমান।
দল নির্বাচনে বেশ ধারাবাহিকতা দেখিয়েছে ওমান। বিশ্বকাপ দলে ফিরেছেন ব্যাটসম্যান শোয়েব খান, তিনিই কেবল এসিসি মেন’স প্রিমিয়ার কাপের অংশ ছিলেন না। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের আট জন আছেন এবারও।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ওমানকে নেতৃত্ব দিয়ে আসছিলেন জিশান। ২০২১ সালেও তার অধিনায়কত্বে খেলেছিল মধ্যপ্রাচ্যের দলটি।
আগামী ১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ওমানের সঙ্গী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বারবাডোসে নামিবিয়া ম্যাচ দিয়ে আসর শুরু করবে তারা।
ওমান বিশ্বকাপ দল: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, প্রাতিক আথাভেল (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মাদ নাদিম, খালিদ কাইল, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রাফিকউল্লাহ, কালিমউল্লাহ, ফায়াজ বাট, শাকিল আহমেদ।
রিজার্ভ: জাতিন্দার সিং, সামায় শ্রিভাস্তাভ, সুফিয়ান মেহমুদ, জায় ওডেড্রা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post