খুব শীঘ্রই ওমানের সোহার ও সালালাহ এয়ারপোর্ট থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ)। করোনা মহামারীর কারণে ওমানের বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ থাকার পর সীমিত আকারে খোলা হলেও তা এখন পূর্বের মতো স্বাভাবিক করে দেওয়া হবে বলে জানিয়েছে সিএএ’র এক কর্মকর্তা।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, চলতি মাস থেকেই সালালাহ ও সোহার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। এশিয়া ও আফ্রিকা ভ্রমণের চাহিদা পূরণে নতুন এই পরিকল্পনা নিয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সালাম এয়ারের প্রধান নির্বাহী ক্যাপ্টেন মোহাম্মদ আহমেদ বলেন, “আমরা পাইলট ও কেবিন ক্রুদের ডিউটিতে ফিরে আসার জন্য প্রস্তুত হতে বলেছি। আমরা আশা করছি ওমানের অন্যান্য শহরে অবস্থিত বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার শীঘ্রই অনুমতি দিবে সিএএ। আমরা পুনরায় বিমান পরিচালনা করার জন্য সিএএ’র সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
তিনিয়া আরো বলেন, এশিয়া ও আফ্রিকা ভ্রমণকারী যাত্রীদের চাহিদা পূরণ করতে আমাদের আরো বিমান যুক্ত করতে হবে। ওমানের অন্যান্য শহরগুলিতে সংযোগ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “আমরা সালালাতে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করতাম।
একদিনের একটি ফ্লাইট পরিচালনা করার অনুমতি ছিলো। কিন্তু নতুন সিদ্ধান্ত জারি হলে আমার এখানে সপ্তাহে ১৪ টি ফ্লাইট পরিচালনা করবো। ফলে আমাদের যাত্রীদের চাহিদা পূরণ করতে সম্ভব হবে। তবে সোহার এয়ারপোর্ট থেকে এখনো বিমান চলাচল শুরু না হওয়ায় সেই বিষয়টি নিয়েও পরিকল্পনা করছি আমরা।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দরের এক বেসামরিক বিমান চলাচলকারী কর্মকর্তা জানান, “বিমান সংস্থা ইতিমধ্যেই সালালাহ থেকে তাদের বিমান পরিচালনার পরিকল্পনা করছে। তবে আমরা এখনও সুপ্রিম কমিটি থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত পাইনি।
এছাড়াও বর্তমানে আমরা কেবল ওমান এয়ার এবং সালাম এয়ার থেকে দেশীয় ফ্লাইট পরিচালনা করছি। সালালাহ একটি পর্যটন কেন্দ্র হওয়ায় ও সোহার কাতার এয়ারলাইন্সের একটি মূল কেন্দ্র হওয়ায় এই বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে পরিকল্পনা নিচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএ)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post