করোনা ভাইরাস মহামারিতে শ্রমিকদের জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার যে সুযোগ দিয়েছে ওমান সরকার, সেই সুযোগ কাজে লাগিয়েছে দেশটিতে অবস্থিত প্রবাসীরা। আজ দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ ই নভেম্বর থেকে ৯ই ডিসেম্বর পর্যন্ত স্থায়ীভাবে ওমান ছেড়ে যাবার জন্য প্রায় ৪১ হাজার ৪২৫ জন প্রবাসী আবেদন করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনগুলোর ওয়ার্ক পারমিটের স্থিতি অনুসারে নিবন্ধিত হয়েছে। গত এক মাসের মোট আবেদনের মধ্যে ১৮ হাজার ৮৬৭ জনের ওয়ার্ক পারমিট থাকার পরও নিজে দেশে ফেরত যাওয়ার জন্য আবেদন করেছে। আবেদনকারীদের ১৯ হাজার ৪১৫ জনের দেশটিতে কোনো কর্ম ছিলো না বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়াও ওয়ার্ক পারমিটবিহীন ছিলেন ২ হাজার ১৯৮ জন এবং ৯৪৫ জনের সম্প্রতি ওয়ার্ক পারমিট বাতিল হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওমান প্রবেশের পদ্ধতির ভিত্তিতে আবেদনপত্রগুলো নিবন্ধভুক্ত করা হয়েছে। নিবন্ধিত আবেদন অনুযায়ী ৩৯ হাজার ৪৯১ জন প্রবাসী নির্দিষ্ট কাজের ভিসায় ওমানে এসেছিলেন, এরমধ্যে ২২২ জন প্রবাসী ফ্যামেলি ভিসায় ওমানে এসেছিলেন, ৩০৮ জন প্রবাসী আত্মীয়দের মাধ্যমে, ভিজিট ভিসায় ৯২৪ জন, টুরিস্ট ভিসা ৭৪ জন, কোনো কাজের ভিসা ছাড়া অবৈধভাবে এসেছিলেন ৩৯৩ জন, উচ্চতর পড়াশোনার ভিসায় ৪ জন এবং ৯ জন প্রবাসী এসেছিলেন এক্সপ্রেস ভিসায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post