ওমানের ইব্রা প্রদেশে দোকানে ঢুকে জুয়েলারি চুরির সময় হাতেনাতে ২ প্রবাসীকে গ্রেপ্তার করেছে উত্তর আল শারকিয়্যাহ পুলিশ কমান্ড। অবশ্য চুরির পদ্ধতিটি ছিলো বেশ ব্যতিক্রমী।
পাশের একটি দোকানে ঢুকে মাঝের দেয়াল ভেঙে তারা জুয়েলারি দোকানে ঢোকার পথ বের করেন। এজন্য কংক্রিটের দেয়ালটি পুরোপুরি ফুটোও করে ফেলেন তারা।
এর আগেরদিন ওমানে বাসাবাড়িতে ঢুকে জুয়েলারি ও মূল্যবান সম্পদ চুরির ঘটনায় আরও ৭ জন প্রবাসীকে গ্রেপ্তারের খবর দেয় ওমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
তারা মাস্কাট এবং দক্ষিণ আল বাতিনায় ছোটবড় অন্তত ৩০ টি চুরির অপরাধের সাথে যুক্ত। প্রবাসীদের সবাই এশীয় অঞ্চলের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রবাসীরা রাতের বেলায় বিভিন্ন বাসাবাড়ি টার্গেট করে রেকি করতেন। খোঁজ রাখতেন কোথায় কী রয়েছে, খেয়াল রাখতেন কোন বাসা ফাঁকা রয়েছে কিংবা কোনটায় নিরাপত্তা কম।
পরে সুবিধাজনক সময়ে গিয়ে চুরি করতেন তারা। বাড়ির মালিকের অনুপস্থিতিতেই তারা বেশিরভাগ চুরির কাজে সফল হয়েছেন।
এক নির্দেশনায় পুলিশের তরফ থেকে নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, নিজেদের সম্পদের সুরক্ষায় সবাই যেন আরও সচেতন হন। প্রয়োজনে ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি আরও বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post