প্রবাসী এক যাত্রী সৌদি থেকে লাগেজে করে অবৈধভাবে স্বর্ণ ও রূপা আনছেন— এমন খবরে লাগেজ স্ক্যানিং করা হলে সন্ধান মেলে ৪৫০ গ্রাম স্বর্ণ ও কিছু রুপার।
পরে এগুলো জব্দের পাশাপাশি ওই যাত্রীকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
কক্সবাজার বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে আসেন ওই যাত্রী। তার নাম রুবেল ধর। তিনি কক্সবাজার সদর উপজেলার ঘোনারপাড়া এলাকার বিমল ধরের ছেলে।
এনএসআইয়ের এক কর্মকর্তা জানান, রবিবার দুপুর দুপুর ১টা ২০ মিনিটের দিকে সৌদি আরব থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।
ওই ফ্লাইটের এক যাত্রীর লাগেজে স্বর্ণ আছে-এমন তথ্য আসে। পরে সন্দেহজনকভাবে যাত্রী রুবেল ধরের লাগেজ স্ক্যানিং করা হলে সেখানে ৪৫০ গ্রাম স্বর্ণ ও কিছু রূপা পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post