করোনা মহামারীর কারণে দেশে এসে ভিসার মেয়াদ শেষ হয়েছে এমন প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিয়েছে ওমান সরকার। এখন থেকে দেশে থাকা অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন করে পুনরায় ওমান প্রবেশ করতে পারবে প্রবাসীরা। আজ দেশটির কর্নেল আলী আল সুলায়মানির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যম।
ওমান সরকারের এই কর্মকর্তা গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “ওমানে মহামারী শুরুর পর থেকে পুলিশ বহু সুযোগসুবিধা প্রদান করেছে, এর মধ্যে একটি হচ্ছে ওমানের বাহিরে থাকা প্রবাসীদের ভিসা নবায়ন সুবিধা।
এমনকি যেসব প্রবাসী ওমানের বাহিরে ১৮০ দিনের বেশি অবস্থান করছেন তাদের জন্যও।” তিনি জোর দিয়ে বলেন, ওমানে এখনথেকে দশ দিনের ট্যুরিস্ট ভিসা এবং দুই বছরের আবাসিক ভিসা সহ সব ধরণের ভিসা পাওয়া যাচ্ছে।
আরো পড়ুনঃ গুরুত্বপূর্ণ তথ্য জানালো ওমান সুপ্রিম কমিটি
ওমান সরকারের এমন ঘোষণার মাধ্যমে এখন থেকে দেশে আটকেপড়া প্রবাসীদের পুনরায় ওমান যেতে আর কোনো বাধা রইলোনা। দেশে এসে যেসব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা তাদের নিজ নিজ স্পন্সর (আরবাব) অথবা কোম্পানির সাথে যোগাযোগ করে পুনরায় ওমান যেতে পারবেন। সেইসাথে করোনার পূর্বে যাদের নতুন ভিসা উঠেছিলো, তাদের ক্ষেত্রেও এখন ওমান যেতে আর কোনো বাধা নেই।
উল্লেখ্য: করোনাভাইরাস মহামারির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানের পর্যটন খাত। তাই এবার পর্যটকদের টানতে অভিনব এক উপায় বের করেছে ওমান। পর্যটন খাত চাঙা করতে ১০৩টি দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিচ্ছে দেশটি।
ভিসা ছাড়াই ১০৩টি দেশের নাগরিক ১০ দিন পর্যন্ত দেশটিতে থাকতে পারবে। দেশের পর্যটন খাত ও ধুঁকতে থাকা অর্থনীতিকে গতিশীল করতেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে (১০-ডিসেম্বর) এই ভিসামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যম। তবে এই ভিসামুক্ত সুবিধা পেতে অবশ্যই হোটেল বুকিং, স্বাস্থ্য বীমা ও রিটার্ন টিকিট নিশ্চিত হবে পর্যটকদের।
আরো পড়ুনঃ বিনামূল্যে ওমানে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা
তারা জানায়, ১০৩টি দেশের নাগরিকরা সালতানাতে ১০ দিন পর্যন্ত ভিসামুক্ত প্রবেশাধিকারের সুযোগ পাবে। এর আগে গত ১ অক্টোবর আন্তর্জাতিক ফ্লাইট চালু করে ওমান। তবে এতদিন পর্যন্ত দেশটির নাগরিক ও বৈধ আবাসিক ভিসা ও ওয়ার্ক ভিসাধারীরা দেশটিতে প্রবেশ করতে পারতো। কিন্তু নতুন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফ্লাইটের পরিধি বাড়তে পারে।
এদিকে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর তালিকায় ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও মালদ্বীপের নামও রয়েছে। তবে এই তালিকায় ঠাঁই হয়নি বাংলাদেশের। এসব দেশের মধ্যে ভারত ও ইন্দোনেশিয়ায় করোনার ব্যাপক সংক্রমণ হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post