ওমানে মহামারী করোনা ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। গতকাল (১০-ডিসেম্বর) সপ্তাহের শেষ বৈঠকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, চলতি মাসের শেষের দিকে করোনা ভ্যাকসিন হাতে পাবে ওমান। ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র ব্যক্তির নিজের উপর নির্ভর করবে। আমরা কারো উপর চাপিয়ে দিতে চাই না। যারা এই ভ্যাকসিনের জন্য যোগ্য তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন গ্রহণে নির্ধারণ করা হয়েছে।
তবে বিনামূল্যে ভ্যাকসিন সকলের জন্য না বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে থাকবে। যেমন, ৬৫ বছরের বেশি বয়স্ক প্রবীণরা, ডায়াবেটিসে আক্রান্তরা, কিডনির রোগী (যারা ডায়ালাইসিস করছেন), যারা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত, আইসিইউতে এবং কোভিড ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের। ওমানে ভ্যাকসিন আসা মাত্র তা সারাদেশে বিতরণের জন্য আমাদের কর্মী প্রস্তুত রয়েছে।
এ সময় মন্ত্রী আক্ষেপ করে বলেন, “ওমানে এখনো অনেকেই কাজ ছাড়া বাহিরে ঘুরাঘুরি করছেন, বিভিন্ন স্থানে জমায়েত করছেন এবং মাস্ক না পরে বাহিরে বের হচ্ছেন। যা কোনোভাবেই কাম্য নয়। আপনার সতর্কতা অবলম্বন করুণ, না হলে দেশের করোনা পরিস্থিতি আবার খারাপের দিকে যাবে।”
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, বাণিজ্যিক কার্যক্রম খোলার অর্থ এই নয় যে জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বা ভাইরাসের উপস্থিতি নেই। সতর্কতা অবলম্বন না করলে সংক্রমণের সংখ্যা আবার বাড়তে পারে বলেও হুশিয়ারি করেন সবাইকে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, দেশটির পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব মাইথা সাইফ আল মাহরোকি, পাসপোর্ট ও আবাসনের সহকারী মহাপরিচালক কর্নেল আলী বিন হামেদ আল সুলাইমানি, রয়্যাল ওমান পুলিশের জনসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা মেজর মোহাম্মদ বিন সালাম আল হাসামি।
আরো পড়ুনঃ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস
স্বাস্থ্য মন্ত্রনালয় রোগ নজরদারি ও নিয়ন্ত্রণের মহাপরিচালক ডাঃ সাইফ বিন সেলিম আল আব্রি। এ সময় ডাঃ বদর আল-রাওয়াহী বলেন, ১৮ বছরের কম বয়সী এবং যাদের অ্যালার্জি রয়েছে, তাদেরকে আপাতত ভ্যাকসিন দেওয়া থেকে বাদ রাখা হয়েছে।
এ সময় ডঃ সাইফ আল আব্রি বলেন, স্থল সীমান্ত বন্দরের মাধ্যমে ওমান প্রবেশের সময় অবশ্যই পিসিআর পরীক্ষা করা হবে। তবে বিমান পথে আসা যাত্রীদের আগে থেকে পিসিআর পরীক্ষা করানোর প্রয়োজন নেই। তবে তাদের ওমানে পৌঁছানোর পর পিসিআর পরীক্ষা করাতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post