লোকসভা নির্বাচনের মধ্যেই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির কৃষকরা। বিক্ষোভের সময় তারা মানুষের মাথার খুলি ও হাড় নিয়ে আসেন, যা ঋণের চাপে আত্মহত্যা করা কৃষকদের বলে দাবি তাদের।
পাঞ্জাব-হরিয়ানার পর এবার মোদি-বিরোধী আন্দোলনে নামলেন ভারতের তামিলনাড়ুর কৃষকরা। পুরুষদের পাশাপাশি এতে অংশ নেন নারীরাও। এদিকে, নিজেদের দাবি তুলে ধরতে আন্দোলনকারীরা অনেক উঁচু টাওয়ার কিংবা গাছের ওপরও উঠে যান। অবশ্য দিল্লির জন্তর-মন্তরে প্রতিবাদকারীদের টাওয়ার ও গাছ থেকে নামিয়ে আনেন পুলিশ সদস্যরা।
ঋণ শোধ করতে না পেরে অনেক কৃষকের আত্মহত্যার প্রতিবাদসহ ফসলের ন্যায্য মূল্যের দাবি আদায়ে বুধবার (২৪ এপ্রিল) বিক্ষোভ করেন তামিলনাড়ুর দুই শতাধিক কৃষক। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কৃষকদের ঋণ মওকুফের দাবি জানান তারা।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, ঋণের বোঝা বইতে না পেরে বিভিন্ন সময় আত্মহত্যা করেছেন শত শত কৃষক। এতে ঋণগ্রস্ত কৃষকদের অভিযোগ, প্রতিশ্রুতি সত্ত্বেও বাড়ানো হয়নি ফসলের দাম।
এদিকে, ভারতে কৃষক আন্দোলনের জেরে প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে ট্রেন, কখনো আবার যাত্রাপথ ঘুরিয়ে দেয়া হচ্ছে।
মঙ্গলবারও (২৩ এপ্রিল) একদিনে প্রায় ২০টি ট্রেন বাতিল করায় পাঞ্জাব, হরিয়ানাগামী রেল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এর আগে, শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ, কৃষকদের জন্য পেনশনসহ একাধিক দাবিতে গেল ১৩ ফেব্রুয়ারি রাজপথে নামেন ভারতের কৃষকরা। একে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়, সংঘর্ষ এবং পুলিশি বাধার মুখে হতাহতের ঘটনাও ঘটে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post