ওমানে ভিসা ছাড়াই ১০৩ দেশের নাগরিকদের প্রবেশের সুযোগ, তালিকায় নেই বাংলাদেশ
ওমান ভ্রমণ করতে ইচ্ছুক বিশ্বের ১০৩ টিরও বেশি দেশের নাগরিকরা এন্ট্রি ভিসা ছাড়াই ওমান প্রবেশ করতে পারবেন। ভিসা ছাড়াই ১০ দিন পর্যন্ত ওমানে থাকতে পারবেন উক্ত দেশের নাগরিকরা। সম্প্রতি ওমান সরকার থেকে এমনই ঘোষণা দেওয়া হয়। ১০৩ দেশের মধ্যে রয়েছে ইউরোপের পর্তুগাল,
সুইডেন, নরওয়ে, আনডোরা, ইতালি, বুলগেরিয়া, সান মেরিনো, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, লিশটেনস্টাইন, মেসোডোনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, জর্জিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রীস, আইসল্যান্ড, বেলজিয়াম, রোমানিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সাইপ্রাস, ইউক্রেন, স্পেন, চেক প্রজাতন্ত্র, ভ্যাটিকান, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ব্রিটেন, পোল্যান্ড, স্লোভাকিয়া, ফ্রান্স, লাটভিয়া, লিথুয়ানিয়া, মোল্দাভিয়া, নেদারল্যান্ডস।
এছাড়াও রয়েছে, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, হংকং, রাশিয়া, চীন, সেশেলস, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ইরান, ফরাসি, গায়ানা, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান, কানাডা, মালয়েশিয়া, ম্যাকও, সিঙ্গাপুর,
আজারবাইজান,উজবেকিস্তান, বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, কোস্টারিকা, নিকারাগুয়া, আর্মেনিয়া, পানামা, বসনিয়া ও হার্জেগোভিনা, তুর্কমেনিস্তান, হন্ডুরাস, গুয়াতেমালা, কাজাকিস্তান, লাওস, আলবেনিয়া, ভুটান, পেরু, মালদ্বীপ, এল সালভাদোর, ভিয়েতনাম, কিউবা, মেক্সিকো
আরো পড়ুনঃ গুরুত্বপূর্ণ তথ্য জানালো ওমান সুপ্রিম কমিটি
আরব বিশ্বের মধ্যে রয়েছে, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো, লেবানন, জর্ডান, দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে, ইকুয়েডর, বলিভিয়া, ভেনিজুয়েলা, কলম্বিয়া, উরুগুয়ে, প্যারাগুয়ে, সুরিনাম, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি। এদিকে দেশটিতে প্রবাসীদের তালিকায় শীর্ষে বাংলাদেশী প্রবাসীরা থাকলেও তালিকায় নেই বাংলাদেশের নাম। এতে হতাশ হয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post