বিশ্বের সবচেয়ে ভ্রমণ নিরাপদ দেশের তালিকায় জায়গা করে নিলো ওমান। এসওএস ইন্টারন্যাশনাল কনসাল্টিংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বের নিরাপদ এবং সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ভ্রমণের দেশ হিসেবে জায়গা করে নিয়েছে দেশটি। সম্প্রতি আরব টাইমসের এক সংবাদে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানের কিংবদন্তি সুলতান কাবুস
সন্ত্রাসবাদ, বিদ্রোহ, রাজনৈতিক অশান্তি, যুদ্ধ, সাম্প্রদায়িকতাসহ জাতিগত সহিংসতা এবং রাজনৈতিক সহিংসতার কারণে ভ্রমণে সবচেয়ে কম হুমকির রয়েছে এমন দেশের তালিকা প্রকাশ করেছে এসওএস ইন্টারন্যাশনাল।
এছাড়াও একটি দেশের পরিবহন অবকাঠামোর মান, সুরক্ষা এবং জরুরি পরিষেবার মান ও প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ওমানের পাশাপাশি ভ্রমণে সবচেয়ে কম ঝুঁকির দেশের তালিকায় আরো রয়েছে কুয়েত, কাতার, আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ এবং কানাডা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post