সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থান থেকে হরহামেশাই মিলছে সেতু দুর্ঘটনার খবর। তবে এবার এ ধরনের এক দুর্ঘটনায় হতবাক হয়েছেন অনেকেই। কারণ, শুধু বাতাসেই ধসে পড়েছে একটি সেতু।
এনডিটিভি বলছে, সোমবার (২২ এপ্রিল) রাতে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপালি জেলায় অবস্থিত একটি নির্মীয়মাণ সেতু দমকা বাতাসেই ধসে পড়েছে।
স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে ঝড়ো বাতাসের কারণে সেতুটির পাঁচটি গার্ডারের মধ্যে দুটি ধসে পড়ে বলে জানা গেছে।
এর আগে, ২০১৬ সালে মানাইর নদীর ওপর এক কিলোমিটারের ওই সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন তেলেঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু। তখন এর ব্যয় ধরা হয়েছিল ৪৯ কোটি রুপি।
কাজটি এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এবং এর উদ্দেশ্য ছিল মন্থনি, পারকাল এবং জাম্মিকুন্তা শহরের মধ্যে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব কমানো।
কিন্তু বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার এক বছরের মধ্যে নির্মাণকাজ বন্ধ করে দেন।
এর আগেও একই ঠিকাদারের তৈরি ভেমুলওয়াদা সেতু ভারি বৃষ্টির কারণে ধসে পড়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post