ওমান সরকার ঘোষিত অবৈধ প্রবাসীদের বৈধ করনের বিষয়ে জরুরী বিজ্ঞপ্তি জারী করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। যেসব বাংলাদেশী কর্মীগণ তাদের নিয়োগকর্তা (আরবাব) ত্যাগ করে লেবার কার্ড বিহীন অবস্থায় ওমানে অবস্থান করছেন, তাঁরা চলতি মাসের ०৬ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর নাগাদ ওমান
সরকার কর্তৃক নির্ধারিত জরিমানা পরিশোধ করে বৈধ হতে পারবেন।
তবে সেক্ষেত্রে মেয়াদসহ মূল পাসপোর্ট থাকতে হবে এবং নতুন নিয়োগকর্তা (আরবাব) এবং পুরাতন নিয়োগকর্তা উভয়ের সম্মতি লাগবে। ওমান শ্রম মন্ত্রণালয়ের উপরোক্ত নিয়ম পুরন সাপেক্ষে একজন অবৈধ প্রবাসী পুনরায় বৈধ হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে দূতাবাস।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
অপর দিকে ওমান থেকে আউটপাশ নিয়ে যেসব প্রবাসী দেশে ফিরছেন, তাদের উদ্দেশ্যে আরেকটি জরুরী বিজ্ঞপ্তি জারী করেছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, যেসব প্রবাসী হাতে লেখা পাসপোর্ট নিয়ে ওমান থেকে আউটপাশ নিয়ে দেশে ফিরছেন, তারা কেবলমাত্র বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমেই দেশে আসতে পারবেন। এই দুইটি এয়ারলাইন্স ব্যতীত অন্যকোনো এয়ারের মাধ্যমে তারা দেশে আসতে পারবেন না বলেও উল্লেখ করেছে দূতাবাস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post