এখন থেকে ওমানে পিসিআর পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির সকল বিমানবন্দর। এখন থেকে দেশটিতে আগত যাত্রীরা তাদের পিসিআর পরীক্ষার রিপোর্ট অনলাইনের মাধ্যমে নিজেরাই দেখতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমান বিমানবন্দর। অনলাইনে রিপোর্ট দেখতে এই লিংকে ক্লিক করুনঃ https://covid19.emushrif.om/
এদিকে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ ওমানের মাস্কাট, সালালাহ ও সোহার আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুকুম বিমানবন্দর দিয়ে ৩ মিলিয়নের অধিক যাত্রী যাতায়াত করেছে বলে জানিয়েছে ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র। গতকাল (৭-ডিসেম্বর) প্রকাশিত তথ্য অনুসারে ২০২০ সালের সেপ্টেম্বর নাগাদ ৩৯ লাখ ৮ হাজার ২৮৯ জন যাত্রী বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেছে। এরমধ্যে আগমন, প্রস্থান এবং ট্রানজিট যাত্রীদের সংখ্যাও উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে দ্রুত বাতিল হচ্ছে এনওসি প্রথা: পররাষ্ট্রমন্ত্রী
পরিসংখ্যানের দেওয়া তথ্য অনুযায়ী ২৮ হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে দেশটির ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ মাস্কাট, সালালাহ এবং সোহার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮ হাজার ৪৫৫ টি ফ্লাইট পরিচালনা করেছে ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post