যশোরের শার্শা সীমান্তে ছয়টি স্বর্ণের বারসহ এক তরুণকে আটক করা হয়েছে; যাকে ‘স্বর্ণ পাচারকারী’ বলছে বিজিবি।
খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে ওই পাচারকারীকে আটক করেন তারা।
আটক ১৮ বছর বয়সী চয়ন হোসেন শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার নুরুজ্জামানের ছেলে।
লেফটেন্যান্ট কর্ণেল খুরশীদ আনোয়ার বলেন, “গোগা সীমান্ত দিয়ে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে গোপন খবরে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় একটি ব্যটারিচালিত ভ্যান সীমান্তের দিকে যাচ্ছিল। ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।
“প্রথমে তার শরীরে তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, তার জুতার ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো রয়েছে।”
পরে জুতার ভেতর থেকে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ৭০৪ গ্রাম এবং বাজারমূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান। ।
তিনি বলেন, উদ্ধার স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post