দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। আজ সোমবার (২২ এপ্রিল) বিকেল পাঁচটায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন। ২৪ এপ্রিল তিনি নেপাল সফরে যাবেন। এই সফরে প্রবাসী শ্রমিকদের শ্রম সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
কাতারের আমিরের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপ-পরিচালক মাইকেল পেজ বলেছেন, সফরকালীন কাতারের আমিরের শুধু রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করাই একমাত্র কাজ নয়।
বরং কাতারে মারা যাওয়া প্রবাসী শ্রমিকদের পরিবারের সঙ্গেও তার সাক্ষাৎ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েব পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মাইকেল পেজ।
মাইকেল পেজ বলেন, দীর্ঘস্থায়ী শ্রম সম্পর্কের বিষয়ে কূটনৈতিক আলোচনা করা কাতার, বাংলাদেশ এবং নেপালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে তিনি মনে করেন, কাতারের জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশই অভিবাসী।
তবে সেখানে প্রবাসী শ্রমিকরা গুরুতর নির্যাতনের সম্মুখীন হচ্ছে। তাই কাতারের আমিরের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনার এখনই সময় বলেও উল্লেখ করেছেন তিনি।
কাতারি কর্তৃপক্ষ শ্রম সংস্কার করলেও তার বাস্তবায়ন কুবই কম বলেও উল্লেখ করেছেন মাইকেল পেজ। আমিরের সফরের সময় শ্রম চুক্তিগুলো হালনাগাদ ও তার বাস্তবায়নের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post