পাকিস্তানে প্রেসিডেন্টের ভাষণ দানকালে হট্টগোল করা এবং অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে দুই এমপিকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নতুন সংসদীয় বছর শুরু উপলক্ষে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এ অনাহূত পরিস্থিতির সৃষ্টি হয়।
বৃহস্পতিবার পার্লামেন্টের দুই কক্ষ সিনেট ও জাতীয় পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হন। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) এমপিরা এই বিক্ষোভ করেন। জারদারির ভাষণের প্রায় পুরোটা সময় ধরে তারা ‘গো জারদারি গো’ বলে স্লোগান দিতে থাকেন।
তাদের এ প্রতিবাদের মুখে প্রেসিডেন্ট জারদারি তার ভাষণে বারবার খেই হারিয়ে ফেলছিলেন। তবে এরপরও তিনি সংযত ছিলেন এবং হাসি দিয়ে প্রতিবাদকারীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।
পরে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক প্রেসিডেন্টের ভাষণে অশালীন ভাষা ব্যবহার ও হট্টগোলের অভিযোগে দুই এমপি জামশেদ দস্তি ও মুহাম্মদ ইকবাল খানের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়, জাতীয় পরিষদের এই দুই সদস্য ভাষণের সময় প্রেসিডেন্টকে গালিগালাজ করেছেন এবং তারা স্পিকারের মঞ্চ পর্যন্ত তেড়ে গিয়েছিলেন, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এছাড়া তাদের বিরুদ্ধে বাঁশি ও ট্রাম্পেট বাজানো, আপত্তিকর স্লোগান দেওয়া এবং ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করার অভিযোগও আনা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে বলা হয়, দুই এমপির এ ধরনের কার্যক্রম পার্লামেন্টের পবিত্রতা নষ্ট করেছে এবং পার্লামেন্টারিয়ান আচরণবিধি লঙ্ঘন করেছে। ফলে জাতীয় পরিষদের স্পিকার বর্তমান অধিবেশন থেকে তাদের বহিষ্কারের নির্দেশ দেন। পার্লামেন্টের পক্ষ থেকে জানানো হয়, পার্লামেন্টের বিধি-বিধান অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর গত বৃহস্পতিবার পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। ভাষণে তিনি সব চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post