এক মাসের জন্য দ্বিতীয় দফায় সাধারণ ক্ষমা ও জরিমানা দিয়ে বৈধ আকামা লাগানোর সুযোগ দিয়েছে দেশটির সরকার। চলতি বছর এপ্রিল মাসে প্রথম দফা সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকা খাওয়া ও বিমান টিকিট দেয় সরকার।
আবারও ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। দেশটিতে বর্তমানে বিভিন্ন দেশের প্রায় ১ লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসী রয়েছেন বলে জানাগেছে বিভিন্ন সূত্রে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কুয়েতে মিসিলায় দূতাবাসে বাংলাদেশি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বলেন, ডিসেম্বরের মধ্যেই জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে কুয়েত সরকার।
তিনি বলেন, চলতি বছর ২০২০ সালের জানুয়ারি থেকে যেসব শ্রমিকের আকামা লাগেনি বা যাদের নামে মালিক (কফিল) অথবা কোম্পানি ইনহাস মামলা করেছে তারা নির্ধারিত জরিমানা পরিশোধ করে নতুন করে আকামা লাগানোর সুযোগ পাবেন।
এছাড়া কারো নামে যদি কোনো ক্রিমিনাল মামলা থাকে তাহলে তারাও জরিমানা পরিশোধ করে দূতাবাস থেকে আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারবেন। ২০২০ সালের পূর্বে যাদের নামে ইনহাস মামলা আছে সেই মামলা যদি মালিক পক্ষ তুলে না নেয় তাহলে সে নতুন করে আকামা লাগানোর সুযোগ পাবে না।
আরো পড়ুনঃ ওমানের নতুন রাষ্ট্রদূতকে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে
২০২০ সালের পূর্বে যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে আকামা লাগেনি তাদের জরিমানা পরিশোধ করে আউটপাস নিয়ে দেশে চলে যেতে হবে পরবর্তীতে নতুন ভিসায় কুয়েত আসতে পাবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পর কুয়েতের ৬ অঞ্চলে দুই হাজার চারশত জনকে এই সেবা প্রদান করা হবে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর মো. আবুল হোসেন ছাড়াও মিডিয়াকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- এনটিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সুমন।
বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ, আরটিভির কুয়েত প্রতিনিধ মো. জালাল উদ্দিন, সময় টিভির কুয়েত প্রতিনিধি শরীফ মিজান, মাইটিভির কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, একাত্তর টিভি ও প্রবাস টাইমের কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, জয়যাত্রা টিভির কুয়েত প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের সাথে নতুন রাষ্ট্রদূতের মতবিনিময় সভা
এদিকে এমন সুযোগকে কাজে লাগাতে সেখানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সুবিধাটি নিতে যাদের পাসপোর্ট হারানো বা মেয়াদোত্তীর্ণ হওয়ার মত বাধা রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে দূতাবাস।
এমনকি দেশে আটকা পড়া কুয়েতি প্রবাসীদেরও ফিরিয়ে নিতে সকল ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত শর্ত সাপেক্ষে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে অবৈধ প্রবাসীরা পাবে বৈধ হওয়ার এই সুযোগ। এর আওতায় অবৈধরা নির্দিষ্ট জরিমানা দিয়ে আকামা গ্রহণ কিংবা দেশে ফেরত আসতে পারবেন। বিভিন্ন হিসাবে জানা যায়, কুয়েতে বর্তমানে নানা পেশায় কাজ করছেন প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি।
আরো পড়ুনঃ ভ্যাকসিন পৌঁছে গেছে যুক্তরাজ্যে
এদিকে বৈধকরণে বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, অবৈধ বাংলাদেশি যাদের পাসপোর্ট হারিয়ে গেছে, তারাও যদি বাংলাদেশি নাগরিক হিসেবে ন্যূনতম প্রমাণ দেখাতে পারেন, তাহলে তাদের নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানান, কুয়েত সরকার বৈধকরণ প্রক্রিয়ায় দুই ধরনের ব্যবস্থা রেখেছে। কেউ চাইলে নির্ধারিত জরিমানা দিয়ে কুয়েতে থেকে যেতে পারবেন। আর যারা জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে চান, তাদের ভবিষ্যতে কুয়েতে আসার সুযোগ রাখছে তারা।
আরো পড়ুনঃ ওমানে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, দেশে আটকা পড়া প্রবাসীরা যাতে শিগগিরই কুয়েত ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে কুয়েত সরকার গৃহকর্মীদের ফেরার সুযোগ দিয়েছেন বলেও জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post