সৌদি আরবে দিন দিন মরুভূমিগুলো সবুজ ঘাসে ভরে যাচ্ছে। মরুভুমির মাঝে সবুজের খেলা দেখে অবাক সেই অঞ্চলের বাসিন্দারাও। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির জন্যই এমনটি হচ্ছে।
মরুভূমি সবুজ ঘাসে ভরে উঠায় পরিবর্তন এসেছে বাস্তুতন্ত্রেও। সাম্প্রতিক সময়ে মরুভূমি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে মক্কা এবং মদিনার মাঝে মরুভূমির অংশ সবুজ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞেরা জানিয়েছেন, অতিবৃষ্টিই এর কারণ। এমনিতে এই অঞ্চলে বৃষ্টি হয় না। সেখানে অতিবৃষ্টি হওয়ার কারণে ভিজেছে মাটি। আর তাতেই জন্মেছে উদ্ভিদ। ২০২৩ সালের শেষ দিক থেকেই এই এলাকা এভাবে সবুজ হয়ে উঠেছে।
নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত লাগোয়া আল-জাওয়াফ, হায়েল, আল-কাশিমে তুমুল বৃষ্টি হয়েছিল। সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তার ফলেই বৃদ্ধি পেয়েছিল সবুজ।
বিশেষজ্ঞরা জানিয়েছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে মরু অঞ্চলে বৃষ্টি হয়েছে। অন্যদিকে ২০২১ সালে প্রশাসন একটি পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মরুভূমিতে বাঁচে এমন ৪৫ কোটি গাছ লাগাবে সৌদি আরব প্রশাসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post