সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে। ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি/সমমান পরীক্ষা এবং ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের এবার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এ সর্ম্পকে বিস্তারিত জানতে প্রবাসবন্ধু কল সেন্টারে কল করার অনুরোধ করা হয়েছে। এই নম্বরে ১৬১৩৫ (দেশ থেকে, টোল ফ্রি) আর এই নম্বরে +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) কল করতে বলেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
এসএসসি/সমমান পরীক্ষার শিক্ষাবৃত্তির তালিকা দেখতে ক্লিক করুন
এইচএসসি/সমমান পরীক্ষার শিক্ষাবৃত্তির তালিকা দেখতে ক্লিক করুন
গত জানুয়ারিতে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনের মাধ্যমে আবেদন নেয়া হয়েছিল। যেসব শিক্ষার্থী ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারাই নিচের শর্তসাপেক্ষে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পেরেছিল।
শর্তাবলি
বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান; ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।
শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ
এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post