করোনা মহামারীর পূর্বে ওমান থেকে ছুটিতে দেশে এসে আটকেপড়া অবস্থায় ভিসার মেয়াদ নেই এমন প্রবাসীরাও পুনরায় ওমান ফিরতে পারবেন। সরেজমিনে ওমানের লেবার কোর্টে যেয়ে তথ্য সংগ্রহ করে প্রবাস টাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের নেজুয়া থেকে শেখ ফরিদ নামে এক বাংলাদেশী ওমান প্রবাসী।
তিনি বলেন, যেসব ওমান প্রবাসী দেশে যাওয়ার পর তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা তাদের স্পন্সরের সাথে যোগাযোগ করে পুনরায় ওমান আসতে পারবেন। সেক্ষেত্রে ওমানি স্পন্সরকে লেবারকোর্টে যেয়ে আবেদন করতে হবে বলেও জানান শেখ ফরিদ।
পূর্বে এই সুবিধা স্থানীয় সানাদ অফিস থেকে পাওয়া গেলেও বর্তমানে শুধুমাত্র লেবারকোর্ট থেকেই এই সুবিধা পাওয়া যাচ্ছে বলে জানান ফরিদ। এ ছাড়াও ওমানে বর্তমানে নতুন ভিসার লোক পূর্বের মতো অনায়াসে যাচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। গত নভেম্বর মাসে বাংলাদেশ থেকে তিনি নিজেও ৩ জন নতুন ভিসার শ্রমিক ওমানে নিয়েছেন বলে জানান।
আরো পড়ুনঃ করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান
এ ছাড়াও বর্তমানে যেসব ওমান প্রবাসী আউটপাশ নিয়ে দেশে ফিরতে চাচ্ছেন, তারা চাইলে পুনরায় বৈধ হয়ে ওমানে থাকতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে শেখ ফরিদ বলেন, যেসব বাংলাদেশী ওমানে বৈধভাবে প্রবেশ করে নানা কারণে অবৈধ হয়েছেন, তারা চাইলে বর্তমানে বৈধ ভিসা করে নিতে পারবেন।
সেক্ষেত্রে অবশ্যই তাদের অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে। যেক্ষেত্রে উক্ত ব্যক্তি ওমান প্রবেশের সময় যে পাসপোর্টটিতে ওমান প্রবেশের পর এয়ারপোর্ট থেকে ভিসা স্ট্যাম্প করেছিলো, উক্ত পাসপোর্ট থাকলে তিনি কোনো ধরনের জরিমানা ছাড়াই পুনরায় ওমানের ভিসা লাগাতে পারবেন।
তবে যেসব প্রবাসী দুবাই বা অন্যান্য দেশ থেকে অবৈধ পথে ওমান প্রবেশ করেছেন, তারা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন না বলেও জানান ফরিদ। এ ছাড়াও ওমানে যেসব প্রবাসী ভিজিট ভিসা অথবা ৩ মাসের ফ্যামিলি ভিসা নিয়ে প্রবেশ করেছিলো, এই মুহূর্তে তারাও চাইলে রেসিডেন্স ভিসা করে নিতে পারবেন।
এমনকি যেসব প্রবাসী তাদের স্পন্সর থেকে পালিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করতেন, অথবা স্পন্সর তাকে ব্লক করে দিয়েছিলো, এমন প্রবাসীরাও এখন চাইলে কোনো ধরনের জরিমানা ছাড়া বৈধ হওয়ার সুযোগ পাবেন।
আরো পড়ুনঃ মুক্তি পেলেন হুথিদের হাতে জিম্মি ৫ ওমান প্রবাসী বাংলাদেশী
জরিমানার ক্ষেত্রে শুধুমাত্র ওমানে ওভার স্টে অথবা রেসিডেন্স কার্ডের জরিমানাই মওকুফ করবে ওমান সরকার। সেক্ষেত্রে যাদের গাড়ির জরিমানা আছে, অথবা করোনাকালীন সময়ে সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের কোনো জরিমানা অথবা ওয়াইফাই বা নেট বিলের জরিমানা আছে, তাদের জরিমানা পরিশোধ করতে হবে। এটি আউটপাশ নিয়ে যারা দেশে আসবেন, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানাগেছে সূত্রে।
এ বিষয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post