২৩৫ অস্ট্রেলিয়ান নাগরিককে রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে রুশ কর্তৃপক্ষ।
বুধবার (১৭ এপ্রিল) তাদের নিষেধের বিষয়ে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ২৩৫ জন মিউনিসিপ্যাল কাউন্সিলরের প্রবেশ বন্ধ করবে রাশিয়া।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এটিকে ‘রুশ-বিরোধী এজেন্ডা’ বলে অভিহিত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post