মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজার এলাকায় বিউটি টোব্যাকো নামের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টায় সিনিয়র এএসপি অনু মংয়ের নেতৃত্বে র্যাব-৪ সিপিসি-২’র একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে বিউটি টোব্যাকো কারখানা থেকে পাঁচ হাজার অবৈধ নকল ব্যান্ডরোল, ২০ হাজার শলাকা অবৈধ সিগারেটসহ নবিন কুমার সাহা নামে কারখানার ম্যানেজারকে আটক করে র্যাব। এইসময় বারবি, ডলার, বিউটি কিং, কিং ব্ল্যাক নামে অবৈধ সিগারেট জব্দ করা হয়।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
বিউটি টোব্যাকোতে অভিযান পরিচালনার বিষয়ে র্যাব-৪ সিপিসি-২’র সিনিয়র এএসপি অনু মং বলেন, ‘‘অবৈধ নকল ব্যান্ডরোল ব্যবহার করার দায়ে বিউটি ট্যোবাকো কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা অবৈধ নকল ব্যান্ডরোল, কারখানায় উৎপাদিত অবৈধ সিগারেট ও কারখানার ম্যানেজারকে আটক করেছি। ম্যানেজারের বিরুদ্ধে মামলা করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post