বিশ্বব্যাপী করোনার ভয়াবহ তাণ্ডব শুরু হলেও অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ওমানের করোনা পরিস্থিতি। দেশটিতে কমছে আক্রান্তের হার এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা।
এদিকে চলতি মাসে করোনা ভ্যাকসিন পাওয়ার কথাও জানিয়েছে দেশটি। সবকিছু মিলিয়ে করোনা মহামারী কাটিয়ে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে ওমানে এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
বুধবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ২৩৭ জন।
সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ১৪৫ জন এবং মৃত ১ হাজার ৪৩০ জন। অপরদিকে দেশটিতে নতুন ১৭২ জন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৬১৩ জন, যা মোট আক্রান্তের ৯৩.১ শতাংশ রোগী এখন সুস্থ।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১৪ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৯৭ জন।
যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ১০৫ জন। দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে গতকাল (১-ডিসেম্বর) থেকে দেশটির সিনেমা হল সহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭১৩ জন।
এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন।
আরো পড়ুনঃ ওমানের একটি কূপে ৩ বাংলাদেশীর মর্মান্তিক মৃত
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ৬৮৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৯৩৫ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৪৪ লাখ ৯২ হাজার ৬৩৮ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post