সমগ্র মুসলিম বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রোববার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওর ক্যাপশনে তিনি এ কথা লেখেন।
হিব্রু ভাষায় লেখা পোস্টে তিনি বলেন, আল কুদস (জেরুজালেম) মুসলমানদের হাতেই থাকবে এবং সারা বিশ্ব এই স্বাধীনতা উদযাপন করবে। ভিডিওটি মূলত আল আকসা মসজিদের। এ সময় ইরানের ছোড়া বিভিন্ন মিসাইল ইসরায়েলে আঘাত হানতে দেখা যায়।
আল আকসাকে মুসলমানদের তৃতীয় পবিত্র জায়গা হিসেবে গণ্য করা হয়। তবে দখলদার ইসরায়েলি সৈন্যদের দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post