ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে আরেক উত্তেজনা। শনিবার রাত থেকে তেলআবিবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য এখন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে।
তবে সংঘাত ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশ ওমান ও সৌদি। চলমান সংঘাতের মধ্য দিয়ে অঞ্চলটিতে যে সামরিক উত্তেজনার সৃষ্টি হয়েছে রোববার সে বিষয়ে বিবৃতি দেয় ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরান ইসরাইল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদিও। ইরানের হামলার পর সৌদি রাজতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে রোববার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে, এই সংঘাত বাড়লে এই অঞ্চলে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হবে। আরব দেশটি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। যুদ্ধে ভয়াবহতা এড়িয়ে চলতে এবং এই অঞ্চলের লোকজনের সুরক্ষায় সব পক্ষকে নিবৃত থাকার আহ্বান জানিয়েছে দুই দেশই।
ইরান ইসরাইল সংঘাত যাতে বিস্তার লাভ না করে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনাও করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আন্তর্জাতিক এই সংস্থাটির ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছে দুই দেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post