মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান। আজ ওমান সুপ্রিম কমিটির বৈঠকে সপ্তম পর্যায়ে দেশটির সিনেমা হল সহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সুপ্রিম কমিটির অনুমোদনের ভিত্তিতে আজ (মঙ্গলবার) থেকে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১. দর্শনার্থী ছাড়া সকল ক্রীড়া কার্যক্রম,
২. বোলিং কেন্দ্র,
৩. সিনেমা হল,
৪. পার্ক, সৈকত এবং পাবলিক প্লেস,
৫. বাণিজ্যিক কমপ্লেক্সে অবস্থিত রেস্তোরা,
৬. আল মাওলেহ সেন্ট্রাল মার্কেটের খুচরা বিক্রয়কেন্দ্র,
৭. প্রদর্শনী ও সম্মেলন খাত,
৮. স্বাস্থ্য ক্লাব,
৯. দ্বিতীয় পর্যায়ের বিউটি সেলুন,
আরো পড়ুনঃ আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন বিতরণ শুরু করবে আমেরিকা
১০. বিভিন্ন প্রতিষ্ঠানের চ্যাঞ্জিং রুম,
১১. নার্সারি ও কিন্ডারগার্টেন,
১২. বিবাহ বা ইভেন্টের জন্য হলরুম,
১৩. বিনোদন বা গেইমের জন্য হলরুম,
১৪ ভাড়ায় চালিত দোকান,
১৫. মলের সম্পূর্ণ প্যাকিং লট,
আরো পড়ুনঃ মামুনুল হককে চ্যালেঞ্জ ছুড়লেন এমপি নিক্সন
১৬. ১২ বছর বা তার চেয়ে কম বয়সী বাচ্চাদের সকল স্থানে নিয়ে যাওয়ার অনুমতি,
১৭. পর্যটন স্থান (যাদুঘর এবং দুর্গ),
১৮ পুনর্বাসন কেন্দ্র,
১৯. টুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার,
২০, বাচ্চাদের খেলার হলরুম ইত্যাদি।
আরো পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে সুখবর দিলো ওমান
উল্লেখ্য: বিশ্বব্যাপী করোনার ভয়াবহ তাণ্ডব শুরু হলেও অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে ওমানের করোনা পরিস্থিতি। দেশটিতে কমছে আক্রান্তের হার এবং বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। এদিকে চলতি মাসে করোনা ভ্যাকসিন পাওয়ার কথাও জানিয়েছে দেশটি। সবকিছু মিলিয়ে করোনা মহামারী কাটিয়ে নতুন সূর্য উদিত হতে যাচ্ছে ওমানে এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post