ঈদ ও ঈদ পরবর্তী ছুটিতে এবার বিদেশ ভ্রমণে যাচ্ছেন প্রায় এক লাখ মানুষ। ভ্রমণ করা দেশগুলোর মধ্যে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ব্যাংকক ও মালদ্বীপের যাত্রীই বেশি। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, ঈদে এবার লম্বা ছুটির কারণেই বিদেশ ভ্রমণের প্রবণতা বেড়েছে। ঈদের ছুটিতে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে যাওয়াদের সংখ্যাটাও নেহাত কম নয়।
এদিকে, শুধু দেশের ভেতরেই নয়, লাখো প্রবাসী প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দেশেও আসেন। বিদেশে যারা সামর্থবান, কাজের কারণে দেশে ফিরতে পারে না, তারা মা-বাবা-ভাই-বোনদের বিদেশে নিয়ে যায় ঈদে।
এয়ারলাইন্সের টিকেট বিক্রির অনলাইন প্লাটফর্ম ওটিএর ট্রিপ লিডার নিসা তাসনিম বলেন, সামর্থ্যবান অনেকে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বিদেশ যাচ্ছেন। ঈদ ও ঈদ পরবর্তী ছুটিতে এবার দেশের বাইরে যাচ্ছে প্রায় এক লাখ মানুষ।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর ছুটিতে বিদেশ ভ্রমণে যাত্রীর সংখ্যা বেশ বেড়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিম (মার্কেটিং) কামরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বিদেশ যাওয়ার প্রবণতা নতুন নয়। তবে এবার লম্বা ছুটির কারণে যাত্রী চাপ বেশি।
তিনি বলেন, ব্যাংককে প্রতিদিন আমাদের ফ্লাইট যাচ্ছে। তাছাড়া মালদ্বীপে সপ্তাহে ছয়টি ফ্লাইট অপারেট করছি। ফ্লাইটগুলোতে ঢাকা থেকে ট্যুরিস্ট গন্তব্যগুলো যাত্রীর অতিরিক্ত একটা চাপ আছে।
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, যাত্রী চাপ সামালাতে প্রস্তুতি আছে বিমানের। প্রয়োজনে ঈদের ছুটিতেও কাজ করবেন বিমানের কর্মকর্তা-কর্মচারীরা। ২৪ ঘণ্টাই বিমানের কর্মীরা বিভিন্ন শিফটে কাজ করে যাচ্ছেন। ঈদের দিনেও তাদের ছুটি ভোগ করার সুযোগ নেই।
ট্রাভেল এজেন্সিগুলো বলছে, সময়ের সঙ্গে দেশে ধণ্যার্ঢ মানুষের সংখ্যা বাড়ছে। তাই বিদেশ ভ্রমণের চাহিদাও বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post