বিমান উড়তে শুরু করার পরেই বিপত্তি। টুকরো টুকরো হয়ে গেল বিমানের ইঞ্জিনের একাংশ!
আমেরিকায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-এ ঘটনাটি ঘটেছে। যদিও সেই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরেই চালক জরুরি ভিত্তিতে বিমানটির অবতরণ করান। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।
????BREAKING: Southwest Airlines Boeing 737 engine rips apart during takeoff.
A Southwest Airlines flight bound for Houston immediately returned to Denver.
Maybe Boeing can spend less time on DEI and focus more on safety of their aircrafts and passengers. pic.twitter.com/8iUp9WccHI
— I Meme Therefore I Am ???????? (@ImMeme0) April 7, 2024
এদিকে, গতকাল রবিবার সকালে আমেরিকার ডেনভার থেকে হিউস্টনের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৩৭ বিমানটি।
বিমান রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় বেশ কয়েকজন যাত্রী এবং বিমানকর্মী দেখেন বিমানটির ইঞ্জিনের বাইরের অংশ ছিঁড়ে গিয়েছে। বিমানকর্মীরা বিমানের চালককে বিষয়টি জানান।
উড়তে শুরু করার ২৫ মিনিটের মধ্যেই আবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান চালক।
????#BREAKING: A Boeing 737 Southwest Airlines had to Make a Emergency Landing after parts of the Engine Cowling Detaches
Currently, emergency crews and authorities are on the scene after a Boeing 737-800 Southwest Airlines Flight WN3695/SWA3695 departing… pic.twitter.com/eL8pP4uuY7
— R A W S A L E R T S (@rawsalerts) April 7, 2024
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিমান রানওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ঝাঁকুনি অনুভব করেন তারা।
এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। দ্রুত পদক্ষেপ করে সকলকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিমানের চালককে ধন্যবাদ দিয়েছেন অনেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post