হিরো আলম এবার গান গাইলেন। আলোচনায়ও আসলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘হিরো আলম অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘বাবু খাইছো’ শিরোনামের গানটি। এরপর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে এটা নিয়ে।
তবে ইউটিউবে প্রতিক্রিয়া বিবেচনা করলে দেখা যাচ্ছে, হিরো আলমের গানটি বেশিরভাগ দর্শকের ভালো লাগেনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০ টা) ওই ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ২ লাখ ৩৭ হাজার বারের মতো। গানটিতে লাইক পড়েছে প্রায় ৯ হাজারের মতো। অপরদিকে ডিজলাইক পড়েছে ২১ হাজার। অর্থাৎ প্রতিক্রিয়া দেখানো দিগুণেরও বেশি দর্শক এতে ডিজলাইক দিয়েছেন।
এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গানটি ভাইরাল হয়েছে। বেশিরভাগ নেটিজেনই এর বিভিন্ন অংশ পোস্ট করে ট্রোল করছেন। দর্শক-শ্রোতাদের নেতিবাচক মন্তব্য এবং অতিরিক্ত ডিজলাইকের বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি কি সিঙ্গার! আমি কি শিল্পী!
আমি কি আগে নিজের কণ্ঠে গান গেয়েছি নাকি! প্রথম প্রথম এরকম তো হবেই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে দেওয়ার জন্যই গান গেয়েছি।’ ভবিষ্যতে আরও গান গাওয়ার ইচ্ছা আছে জানিয়ে হিরো আলম বলেন, বগুড়ার ভাষায় আরও কিছু গান গাইবো।
আরো পড়ুনঃ ম্যারাডোনার জীবনী
এদিকে গানটির কমেন্ট বক্সে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে! খারাপ রিভিউ আর হাস্যকর ট্রোলে ভরপুর কমেন্ট বক্স। প্রায় সাড়ে ৭ হাজার মন্তব্যের মধ্যে ইতিবাচক মন্তব্য খুঁজে পাওয়া মুশকিল। বেশিরভাগ মন্তব্যেরই গানটি নিয়ে ট্রোল করা হয়েছে। কেউ কেউ হিরো আলমকে আর গান না গাওয়ার পরামর্শও দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post