ভোটের আগে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৬ কোটি টাকা নগদ এবং ১০৬ কেজি সোনা-রুপোর গয়না উদ্ধার করল পুলিশ। ভোটের আগে অবৈধ টাকার লেনদেন বন্ধ করতে সোমবার কর্নাটকের বেলারি শহরে তল্লাশি অভিযান চালায় সে রাজ্যের পুলিশ। আর সেই অভিযানেই উদ্ধার হল এত অর্থ এবং গয়না।
পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ এবং গয়না, সবই বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী নরেশকে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই পরিমাণ সম্পত্তির উৎস জানতে চাইছে পুলিশ।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, মোট ৫ কোটি ৬০ লক্ষ টাকার নগদ, ৩ কেজি সোনার গয়না, ১০৩ কেজি রুপোর গয়না, ৬৮টি রুপোর বার বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মোট অর্থমূল্য ৭ কোটি ৬০ লক্ষ টাকা বলে পুলিশ মনে করছে, হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের জন্য ওই গয়না এবং নগদ জমা করে রাখা হয়েছিল। ভোটের কাজে এগুলি ব্যবহার করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তী তদন্তের জন্য গোটা বিষয়টি আয়কর দফতরকে জানিয়েছে তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post