যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামী বক্তা গত ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদের গোল্ডেন ভিসা প্রদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই। ঈদুল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন তারা।
দুবাইয়ের রাজ্য সরকারের ‘দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অব দুবাই’র চেয়ারম্যান শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
গোল্ডেন ভিসার পাশাপাশি আর্থিকভাবেও তাদের সম্মানিত করা হবে বলে ঘোষণায় জানিয়েছেন শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
এর আগে, গত মাসে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়িয়েছিল দুবাইয়ের রাজ্য সরকার।
দুবাইয়ের গোল্ডেন ভিসার মেয়াদ সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর। অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এ ভিসা সোনার হরিণের মতো।
কারণ গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের দুবাইয়ে আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরো অনেক সুবিধা পান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post