প্রবাসীদের নিয়মে বাধা জীবনে অবসর আর বিনোদন বলতে তেমন কিছু নেই। সময়ও খুব একটা মেলে না। সারাদিন খাটুনি শেষে ঘরে ফিরে রান্নাবান্না করতে হয় কমবেশি সবাইকে। তবে বছর ঘুরে পবিত্র রমজান এলে কিছুটা সময় পান তারা। ইফতার নিয়ে কোনো চিন্তা থাকেনা তাদের।
কাতারের আল মিরার- শহর আর মরুর মিশ্রণে গড়া এই অঞ্চলে কর্মরত প্রবাসীরা তাই লাইনে দাঁড়িয়ে তাঁবুতে ঢুকছেন ইফতারের জন্য। তাঁবুর এই আয়োজনে যারা অংশ নেন তাদের বেশিরভাগই প্রবাসী। দূরদূরান্ত থেকে আসেন বাংলাদেশিরাও।
তাঁবুতে পৃথক পৃথক দস্তরখানা রাখা হয়েছে, প্রত্যেকটিতে পানির বোতল এবং কিছু ফল রাখা। যদিও এখানেই শেষ নয়, কিছুক্ষণ পরেই আসতে যাচ্ছে এমনসব খাবার যা দেখে জিভে পানি আটকানো মুশকিল হয়ে পড়বে। ধীরে ধীরে প্রবাসীদের সমাগম বাড়ছে, একজন একজন করে তাঁবুতে ঢুকে তারা যে যার মত করে আসন নিচ্ছেন।
অবশেষে চলে এলো খাবার। বড় বোলে ইফতার নিয়ে আসছেন স্বেচ্ছাসেবকরা। যে খাবারের জন্য এত অপেক্ষা- দেখা যাক কী রয়েছে তাতে।
যারা আলাদা বসেছেন তাদের জন্য রয়েছে প্যাকেট করা খাবার। অন্যদের জন্য বিরিয়ানি সাথে আস্ত চিকেন থাকলেও তাদের জন্য বরাদ্দ মুরগীর অংশ বিশেষ, সাথে জুস এবং খেজুরও আছে।
রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। কারণ এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দেন। সেই সওয়াবের আশায় দেশজুড়ে কাতারিদের ইফতার আয়োজনও চোখে পড়ার মত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post