বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী ২৩ হাজার সৌদি রিয়ালসহ মানিব্যাগ ফেলে যান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় লাখ ৭২ হাজার টাকা। পরে সেই মানিব্যাগ যাত্রীর হাতে তুলে দিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বিমান জানায়, বিমানের বিজি-২৩৬ জেদ্দা-সিলেট-ঢাকা ফ্লাইট আগমনের পর কেবিন তল্লাশিকালে বিমানের নিরাপত্তারক্ষী জোবায়দ হোসেন ৩০-এ সিটে একটি মানিব্যাগ পান।
এই সিটের যাত্রী তার মানিব্যাগ ভুলে ফেলে গিয়েছিলেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা যাত্রীকে এয়ারপোর্টের ভেতরে অনুসন্ধান করে পেয়ে তাকে মানিব্যাগটি হস্তান্তর করেন।
ওই যাত্রী তার ব্যাগে রাখা সৌদি রিয়াল এবং কাগজপত্র বুঝে পেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন।
তার মানিব্যাগে থাকা ২৩ হাজার সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ ৭২ হাজার টাকা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post