গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে আহত বহু সংখ্যক ফিলিস্তিনিকে ওমানে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আকাশপথে তাদেরকে উড়িয়ে আনা হয়।
ওমানে পৌঁছানো ফিলিস্তিনিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হন।
এসময় ফিলিস্তিনিদের হাসপাতালে নিয়ে যেতে বিমানের অদূরেই বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করা গেছে।
জানা গেছে, ওমানের সুলতান হাইথাম বিন তারিকের নির্দেশনা মোতাবেক অসহায় ফিলিস্তিনিদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে এই মানবিক কাজে সহযোগিতার জন্য বন্ধুপ্রতীম দেশ মিশরকে ধন্যবাদ জানানো হয়।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলিদের আগ্রাসন শুরুর পর থেকে ওমান সবসময়ই যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান জানিয়ে আসছে।
এছাড়া ভূখণ্ডটিতে থাকা অনাহারি মানুষের জন্য খাদ্য সহায়তা দিয়ে আসছে ওমান।
এর আগেও বেশ কয়েকজন ওমানি চিকিৎসক গাজায় গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে গণমানুষের বাহবা কুড়িয়েছেন।
এবার ফিলিস্তিনের ওমানে এনে চিকিৎসার ব্যবস্থা করা হলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post