মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে জালিয়াতির মাধ্যমে বিয়ে করে স্থানীয় নারীদের শোষণ করছেন বিদেশিরা। এ ঘটনায় রাজ্যের নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ বলছে, বিদেশি পুরুষরা ইচ্ছাকৃতভাবে বয়স্ক ব্যক্তিসহ স্থানীয় নারীদের লক্ষ্য করে এবং বিয়ে করে শুধুমাত্র তাদের ব্যক্তিগত লাভের আশায়।
সোমবার রাজ্যের ইমিগ্রেশন পরিচালক আজহার আবদ হামিদ এক বিবৃতিতে বলেছেন, বিদেশিদের প্রায়শই সরকারি সুযোগ-সুবিধা এবং ব্যবসায়িক লাইসেন্স পাওয়ার জন্য স্থানীয় নারীদের বিয়ে করে থাকে।
বিয়ের পরে দায়িত্বে অবহেলা করে এবং তাদের স্ত্রীদের নামে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পরে আলাদাভাবে বসবাস করে।
চলতি বছরের জানুয়ারি থেকে, তেরেঙ্গানুতে স্থানীয় নারী এবং বিদেশিদের মধ্যে ৬১টি নতুন বিবাহ নিবন্ধিত হয়েছে এবং ১৯২ দম্পতি তাদের সামাজিক ভিজিট পাস নবায়ন করেছে।
আজহার বলেন, ২০২২ সালে মোট ২৪৩টি নতুন বিয়ের রেকর্ড করা হয়। আর ২০২৩ সালে বিদেশিদের সঙ্গে রেকর্ড করা হয়েছে মোট ৯২৫টি বিবাহ।
যদিও মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোহ বলেন, মালয়েশিয়ায় অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের স্থানীয় নাগরিকদের বিয়ে করা ইমিগ্রেশন আইনে নিষিদ্ধ।
এ আইন মেনে চলতে ব্যর্থ হলে তাদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং দেশ থেকে বিতাড়ন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post