প্রবাস টাইমে সংবাদ প্রকাশের ২ দিন পর নিজের পরিবারকে খুঁজে পেয়েছেন সৌদি ফেরত প্রবাসী সরোয়ার। যদিও পরিবারের কাওকেই তিনি চিনতে পারছেন না।
এই প্রবাসী তরুণের অবস্থা এমন হয়েছে যে, স্বাভাবিক জীবনটাই হারিয়ে ফেলেছেন। কোন কথা বলতে চাননা, সবসময় চুপচাপ থাকেন। পরিবারের সদস্যদের কাছে পেয়েও কোনো পরিবর্তন নেই সরোয়ারের।
এর আগে সৌদি আরবের জেলখানা থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি দেশে ফেরেন। শনিবার রাত সাড়ে ৮ টায় ফ্লাই দুবাই বিমান যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সরোয়ার।
সাথে থাকা বোর্ডিং পাশ ও জেলখানার কাগজ অনুযায়ী তার বাবার নাম আব্দুল বাশার। আর জেলফেরত অন্য কর্মীরা জানিয়েছেন, তার বাড়ি কুমিল্লা পদুয়ার বাজার এলাকায়।
জানা গেছে, বিমানবন্দরে নেমে পরিবারের কোনো তথ্যই দিতে পারছিলেন না সরোয়ার। এসময় সহকর্মীরা তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অফিসে নিয়ে যায়, এদিন রাতেই পরিবার খুঁজে নিরাপদ হস্তান্তরের জন্য তাকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করে এপিবিএন। এরপর তাকে ব্র্যাক লার্নিং সেন্টারে রাখা হয়।
একই সময়ে তার পরিবার খুঁজে দিতে সকলের সহযোগিতা চান ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন।
প্রবাস টাইমও তাৎক্ষণিক এ বিষয়ে সংবাদ প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় পরিবারের সন্ধান পেলো জেলফেরত প্রবাসী সরোয়ার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post