ওমানে দিন দিন প্রবাসীদের মধ্যে বেকারত্বের হার বাড়ছেই। পরিবারকে চালানোর মত একটি চাকরি খুঁজে পেতে দিনের পর দিন দৌড়ঝাঁপ করছেন, তবুও মিলছেনা সোনার হরিণ হয়ে যাওয়া চাকরির সন্ধান।
যাও পাচ্ছেন তা দিয়ে নিজে খেয়ে থেকে পরিবারকে দেওয়ার মত অবশিষ্ট কিছুই আর থাকছেনা।
অথচ চলতি বছরে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও ৩৫ হাজার মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দেন মন্ত্রী ড. মাহাদ বিন সাইদ।
প্রবাসীরা তাহলে কেন পাচ্ছেন না চাকরি? এর উত্তর দিয়ে খোদ শ্রম মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি শেখ নাসের বিন আমের জানান, ওমানে থাকা প্রবাসীদের ৯০ শতাংশই নিম্ন দক্ষতা সম্পন্ন কর্মী।
ফলে সরকার মনে করছে, ওমানের ভিশন বাস্তবায়নের পথে এটি বড় একটি অন্তরায়। এছাড়া আগামীতে সার্টিফিকেটের উপরে নয় বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেয়া হবে। তাই শ্রম বাজারে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধি কোনো বিকল্প নেই।
শ্রম মন্ত্রী জানান, বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকুরীরত আছেন ২৫ হাজার ১৬৭ জন প্রবাসী। আর বেসরকারি খাতে প্রবাসীর কর্মীর সংখ্যা প্রায় ১৯ লাখ।
তবে সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের দিকে ঝুঁকছে। ফলে অদূর ভবিষ্যতে ওমানে অদক্ষ প্রবাসীদের টিকে থাকা আরও মুশকিল হয়ে পড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post