ওমানে আজও করোনা নিম্নমুখী, গতকালের চেয়ে আজ আক্রান্ত কমলো ৫২ জন
বিশ্বব্যাপী করোনার যখন দ্বিতীয় ডেউ শুরু হয়েছে। তখন এই মহামারী নিয়ন্ত্রণে চমক দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে আজও আক্রান্ত নিম্নমুখী। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ২২৩ জন, যা গতকাল ছিলো ২৭৫ জন।
গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যাও কমেছে। আজ নতুন মৃতের সংখ্যা ৫ জন, যা গতকালের চেয়ে একজন কম। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে নতুন আক্রান্ত সহ এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৫৭৯ জন।
সেইসাথে নতুন মৃত সহ সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৯১ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ২৭৯ জন সহ দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮৫৬ জন। যা দেশটির মোট আক্রান্তের ৯২.৯ শতাংশ রোগী এখন সুস্থ।
আরো পড়ুনঃ কাতারে চাকরীর সুযোগ
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২৫ জন, যা গতকালের চেয়ে আজ ৮ জন কমেছে। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ২৫০ জন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন ১২১ জন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে আজ করোনা আক্রান্ত ছাড়াল সাড়ে ৪ লাখ। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৪৮ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৩০ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জন করোনা রোগী। স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ২ হাজার ২৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৯৫ লাখ ১৪ হাজার ৮০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৫৫৩ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৬৩ হাজার ৬৮৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ১৭৪ জন আক্রান্ত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post