তালেবান-পাকিস্তান বন্ধুত্ব অত্যন্ত সাধারণ একটি ঘটনা। বলা হয়, অ্যামেরিকাকে পরাজিত করতে তালেবানের সবচেয়ে বড় সহযোগী ছিল পাকিস্তান।
কিন্তু ক্ষমতা নেবার মাত্র দু বছরের মাথায় দুই বন্ধু তালেবান ও পাকিস্তানের সম্পর্ক প্রায় ভাংতে বসেছে। যার সুযোগ নিচ্ছে পাকিস্তানের চির শত্রু দেশ ভারত। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার ঘনিষ্ট হচ্ছে ইসলামি যোদ্ধা তালেবানের সঙ্গে।
তালেবান-পাকিস্তান সম্পর্কের কেন্দ্রে রয়েছে অনেক জটিল সমীকরণ। তবে ২০২১ সালের পর মোটাদাগে কয়েকটি কারণ ঘিরে দুই বন্ধুর মধ্যে লড়াই তুংগে উঠেছে। তিক্ততা এতো খারাপ পর্যায়ে চলে গেছে যে পাকিস্তান একাধিকবার আফগানিস্তানে হামলাও করেছে। আবার প্রতিশোধস্বরুপ পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। কেন হল এই পরিস্থিতি?
তালেবান পাকিস্তানের বৈরিতার পেছনে প্রবাস টাইমের বিশ্লেষণে একাধিক কারণ পাওয়া যায়। তারমধ্যে প্রধান সমস্যা হিসেবে হাজির হয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা। দর্শক তালেবান কেবল আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের একটি দল রয়েছে পাকিস্তানেও। এই দলটির আনুষ্ঠানিক নাম তেহরিক তালেবান পাকিস্তান। যা সংক্ষেপে টিটিপি নামে পরিচিত।
এই ঘোষ্ঠীর উলথান আফগানিস্তানে অ্যামেরিকার হামলার শুরুর দিকে। সেসময় পাকিস্তান ছিল অ্যামেরিকার মিত্র। সে কারণে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের দুর্দশার জন্য পাকিস্তানকেও দোষারোপ করত। এই ধারণা থেকে তারা পাকিস্তানেও সরকার পরিবর্তন করতে লড়াই শুরু করে। যাতে যোগ দেয় হাজারো পাকিস্তানি বেসামরিক মানুষ।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় গেলে পাকিস্তানি তালেবান বেশ শক্তিশালী হয়েছে। কিন্তু পাকিস্তানের চাওয়া ছিল আফগান তালেবানরা পাকিস্তানি তালেবানকে নিয়ন্ত্রণ করবে। বাস্তবে তা না হওয়ায় পাকিস্তান-তালেবান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এছাড়া তালেবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অবনতির পেছনে আরেকটি প্রধান কারণ হচ্ছে আফগান উদ্বাস্তু।
আমেরিকার সঙ্গে যুদ্ধকালে লাখ লাখ আফগান পাকিস্তানে আশ্রয় নেয়। যুদ্ধ থেকে যাবার পর পাকিস্তান সরকার তাদের প্রায় জোর করে আফগানিস্তানে পাঠানো শুরু করেছে। যা নিয়ে তালেবান বাহিনী ক্ষুব্ধ পাকিস্তানের ওপর।
এদিকে তালেবানের সঙ্গে বন্ধু পাকিস্তানের দ্বন্দ্বে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। দেশটি দুই পুরনো বন্ধুর দ্বন্দ ক্যাশ করে আফগানিস্তানে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করছে। এজন্য তালেবানের সঙ্গে জোরালো বন্ধুত্ব করতে জোর প্রতিযোগিতা শুরু করেছে ভারত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post